ক্র্যাবনিউজ ডেস্ক
কানাডার প্রাক্তন কূটনীতিক মাইকেল কোভ্রিগের সঙ্গে চীনে গ্রেপ্তারের হওয়া কানাডিয়ান এক ব্যবসায়ীর ১১ বছর জেল হয়েছে। তার নাম মাইকেল স্পাভো। গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের একটি আদালত এই আদেশ দেয়।
আজ বুধবার চীনের ড্যানডং কোর্ট তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চত করেছে। ২০১৮ সালে কানাডিয়ান ব্যবসায়ী মাইকেল স্পাভোকে গ্রেপ্তার করে চীনের পুলিশ।
চীনে কানাডিয়ান ব্যবসায়ীর ১১ বছর জেল
Previous article
Next article