ক্র্যাবনিউজ ডেস্ক
সাপ আকৃতির রোবট বানিয়েছেন বিজ্ঞানীরা। এটি যেকোনো পৃষ্ঠতলে চলাচলে সক্ষম। পৃথিবী এবং শনি গ্রহের চাঁদ এনসেলাডাসে গবেষণার কাজে এই রোবট ব্যবহৃত হবে।
এর দেহ তৈরি করা হয়েছে নমনীয় উপাদান দ্বারা। যাতে এ সাপ যেকোনো ধরনের ভূমিতে চলতে পারে। পাইপ ও টানেলের মতো ছোট জায়গায় ঢুকতে পারবে। বরফে মোড়া শনির চাঁদ এনসেলাডাস গবেষণায় রোবট সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন গবেষকরা।
ইতোমধ্যেই রোবটটির অনেকগুলো সফল পরীক্ষা চালানো হয়েছে। গবেষকরা এটি চালু করে দেখেছেন বিভিন্ন ধরনের পৃষ্ঠে ঠিকভাবে চলতে পারছে কি না। সব পরীক্ষায় ভালো ভাবে উতরে গেছে সর্পাকৃতির রোবট।
গবেষকরা লক্ষ্য করেছেন, আগের চাকাওয়ালা রোবটের তুলনায় যেকোনো জায়গায় সহজে চলাফেরা করতে সক্ষম সর্পাকৃতির রোবট। ফলে মহাকাশেই নয়, পৃথিবীতেও বিভিন্ন গবেষণায় ব্যবহার করা হবে এটি।