রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চতুর্থ ম্যাচে টাইগারদের ছন্দপতন, অর্জন ১০৪ রান

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক
অবশেষে ১০৪ রানেই থেমে গেলো বাংলাদেশ। অষ্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের ৫টি ম্যাচের মধ্যে প্রথম টানা তিন ম্যাচে ব্যাটে-বলে দারুণ ছিলো বাংলাদেশ। কিন্তু টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে ছন্দপতন ঘটলো টাইগারদের। আজ শনিবার মিরপুর স্টেডিয়ামে অষ্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ১০৪ রান করেছে।

সাকিবের এক ওভারে ক্রিস্টিয়ানের ৩০ রান!
ড্যান ক্রিস্টিয়ান মিরপুরে ঝড় তুললেন সাকিবের বলে। এক ওভারে ৫ ছক্কায় সাকিবের ওভারে ক্রিস্টিয়ান তুলেছেন ৩০ রান।

লং অন, ওয়াইড লং অন, মিডউইকেট, মিডউইকেট, লং অন- এ অঞ্চল দিয়ে পাঁচটি ছক্কা মেরেছেন ক্রিস্টিয়ান। সবগুলো বলই পেয়েছিলেন জায়গামতো, একেবারে ব্যাটের সামনে। যে একটি বল মিস করেছেন, সেটিও ফুললেংথেই ছিল, তবে টার্ন করে বেরিয়ে যাওয়াই ব্যাট লাগাতে পারেননি ক্রিস্টিয়ান।

এই খরুচে ওভার দিয়ে সাকিব ছুঁলেন নিজের রেকর্ডই। এর আগে ২০১৯ সালে রায়ান বার্ল এ মাঠেই সাকিবের এক ওভারে তুলেছিলেন ৩০ রানই। তবে সেবার অবশ্য তিন ছক্কার সঙ্গে হয়েছিল তিনটি চার। ফলে ক্যারিয়ারে এক ওভারে পাঁচটি ছয় সাকিবের ওভারে এল এই প্রথমবার।

শুরুতেই উইকেট লাগবে, মেহেদীকে ডাকুন!
আরেকটি ম্যাচ, আরেকবার প্রথম ব্রেক থ্রু মেহেদী হাসানের। চার ম্যাচে এ নিয়ে তিন বারই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন মেহেদী। ইনিংসের প্রথম ওভারেই সফল তিনি।

মেহেদীর সর্বশেষ শিকার ম্যাথু ওয়েড। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটা অ্যাঙ্গেল তৈরি করে ঢুকে গেছে ওয়েডের রক্ষণ ভেদ করে। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ওভারের শেষ বলে অবশ্য একটা চার মেরেছেন তিনে উঠে আসা ড্যান ক্রিস্টিয়ান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ