শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচনে ওর্তেগা

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক
নিকারাগুয়ায় নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। জয়ী হলে তিনি হবেন চতুর্থ মেয়াদে দেশটির প্রেসিডেন্ট।
তার দল সান্দিনিশতা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএসএলএন) সোমবার এ কথা জানায়। নির্বাচনে ওর্তেগার রানিং মেট থাকবেন তার স্ত্রী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মোরিলো।
দলের ভার্চুয়াল কংগ্রেসে ২ হাজার ৯৩২ সদস্যের সকলে তাদের প্রার্থিতার বিষয়টি অনুমোদন করেছে।
সাবেক বামপন্থী ওর্তেগা (৭৫) ২০০৭ সাল থেকে দেশটির ক্ষমতায় রয়েছেন। বিরোধিরা তার বিরুদ্ধে কর্তৃত্ববাদের অভিযোগ এনেছেন।
এদিকে গত ২০১৭ সালের নির্বাচনের পর তার ৭০ বছর বয়সী স্ত্রী দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য দেশটির সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ রয়েছে। গত দু’মাসে বিরোধী পক্ষের ৩০ জনকে গ্রেফতার কর হয়। এদের মধ্যে অন্তত সাত জন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ