সোমবার | ৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চট্টগ্রামে পুনরায় শুরু করোনার টিকাদান

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম নগরে পুনরায় শুরু হয়েছে করোনার প্রথম ডোজের টিকাদান। এতোদিন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া হলেও আজ সোমবার থেকে নগরীর টিকা কেন্দ্রগুলোতে শুরু হয় সিনোফার্ম ও মডার্নার টিকাদান কার্যক্রম।
এখন থেকে বিরতিহীনভাবে নগরের সবকটি টিকা কেন্দ্রে সিনোফার্মের টিকার প্রথম ডোজ এবং মডার্নার টিকার ২য় ডোজ দেওয়া হবে।
এ বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। তবে যারা এসএমএস পাবেন তারাই শুধু সিনোফার্ম ও মডার্নার টিকা নিতে পারবেন। এসএমএস ছাড়া অহেতুক টিকা কেন্দ্র ভিড় না জমাতে অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, টিকা পাওয়ার পর আমরা পুনরায় টিকা দেয়া শুরু করেছি। আজ সোমবার থেকে সিনোফার্মের টিকার প্রথম ডোজ এবং মডার্নার টিকার ২য় ডোজ দেওয়া হচ্ছে। মডার্নার প্রথম ডোজ টিকাদানের ক্ষেত্রে বিদেশগামী যাত্রীরা অগ্রাধিকার পাবেন। তবে এ ক্ষেত্রে টিকা গ্রহীতাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। এর আগে ১৪ আগস্ট মডার্না ও সিনোফার্মের ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা চট্টগ্রামে এসে পৌঁছায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ