রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গাদ্দাফিপুত্র গ্রেপ্তার হচ্ছেন?

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম বেঁচে আছেন কিনা, সেটা নিয়েই দীর্ঘদিন ধোঁয়াশা ছিল। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে সাইফ বেঁচে আছেন। লিবিয়াতেই আছেন। এবার সাইফকে আটক করতে তার নামে পরোয়ানা জারি করেছে লিবিয়ার প্রসিকিউটরেরা। সাইফের বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ান ভাড়াটে যোদ্ধাদের সঙ্গে তার সন্দেহজনক সম্পর্ক রয়েছে। খবর বিবিসির।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ২০১৯ সালে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে প্রথমবারের মতো রাশিয়ান ভাড়াটে যোদ্ধাদের অংশ নিতে দেখা যায়। ওয়াগনার গ্রুপ নামের রুশ যোদ্ধারা লিবিয়ায় জেনারেল খলিফা রাফতারের বাহিনীর আক্রমণের সময় সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নেয়। ২০১৯ সালের অক্টোবরে অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে এই লড়াই থামে।


ওয়াগনার গ্রুপের যোদ্ধারের প্রথম ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই করতে দেখা যায়। পরবর্তীতে আফ্রিকার দেশ সিরিয়া, লিবিয়া, মোজাম্বিক, সুদান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিভিন্ন লড়াইয়ে তাঁদের অংশ নিতে দেখা যায়।
লিবিয়ার সরকার বিরোধী লড়াইয়ে ওয়াগনার গ্রুপের অংশ নেওয়ার পেছনে গাদ্দাফি পুত্র সাইফ জড়িত বলে অভিযোগ উঠেছে। ভাড়াটে এই দলটির সঙ্গে সাইফের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন লিবিয়ার প্রসিকিউটরেরা। এজন্য গত ৫ আগস্ট সাইফের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন লিবিয়ার ডেপুটি সামরিক প্রসিকিউটর মোহাম্মদ ঘারৌদা। স্থানীয় সময় গত বুধবার এই পরোয়ানা প্রকাশ্যে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম। ফাইল ছবি: এএফপি

২০১১ সালে দেশে দেশে আরব বসন্তের ঢেউয়ের সময় লিবিয়ার শাসক গাদ্দাফির বিরুদ্ধেও বিক্ষোভ শুরু হয়। লিবিয়ার নাগরিকদের ‘রক্ষা করার দায়িত্ববোধ’ থেকে নিরাপত্তা পরিষদ লিবিয়ায় সামরিক অভিযান অনুমোদন দেওয়ার পর মার্কিন সমর্থনপুষ্ট অ্যাংলো-ফ্রেঞ্চ সেনারা দেশটিতে অভিযান শুরু করে। একপর্যায়ে গাদ্দাফির পতন ঘটে। দেশটির বিদ্রোহীদের হাতে নিহত হন গাদ্দাফি।
ওই সময় সাইফ আল ইসলামকে আটক করে বিদ্রোহে অংশ নেওয়া একটি গোষ্ঠী। এর পর থেকে তাঁর অবস্থান, এমনকি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেসব নিয়ে সুষ্পষ্ট কোন তথ্য ছিল না। ন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মতে, ২০১৪ সাল থেকে সাইফ আল-ইসলামের বেঁচে থাকার কোনো প্রমাণ নেই।


তবে গত মাসে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সাইফের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে নাফুশ পার্বত্যাঞ্চলের জিনতান মালভূমি এলাকায় নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক ও আলোকচিত্রীর সঙ্গে সাইফের দেখা হয়। তাঁদের সঙ্গে আলাপে সাইফ নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় কথা বলেন।
এসময় সাইফকে জিজ্ঞেস করা হয়, তিনি বন্দী কি না। জবাবে সাইফ বলেন, তিনি এখন মুক্ত এবং রাজনৈতিক ক্ষমতা ফিরে পেতে কাজ করছেন। এক দশক আগে যারা তাঁকে গ্রেপ্তার করেছিল, পরে তারা হতাশ হয়ে পড়ে। একসময় সেই বিপ্লবীরা উপলব্ধি করে, সাইফ তাদের শক্তিশালী মিত্র হতে পারে। সাইফ বলেন, ‘আপনি কল্পনা করতে পারেন? যারা আমাকে বন্দী হিসেবে পাহারা দিয়ে রাখার কথা ছিল, তাঁরা এখন আমার ভালো বন্ধু।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ