নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
গত সোমবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে কোভিড ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে।
সেখানে তিনি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চেম্বারের আইনজীবী মাহবুবুর রহমান দুলাল।
তিনি মঙ্গলবার রাতে বলেন, “জ্বর না হলেও কিছুদিন ধরে কাশি থাকায় গতকাল সকালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে কোভিড টেস্ট করানো হয় উনার।
“বিকেলে রিপোর্ট পজেটিভ আসার পর সন্ধ্যায় ওই হাসপাতালের করোনা ইউনিটে স্যারকে ভর্তি করানো হয়। স্যারের অক্সিজেন লেভেল ভালো আছে,এক্সরে ও ব্লাড রিপোর্টও ভালো।”
খন্দকার মাহবুব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।