নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি এস এম আবুল হোসেনের স্ত্রী ফারজানা হোসেন করোনাক্রান্ত। মঙ্গলবার রাতে তিনি শরীরে জ্বর অনুভব করেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে। তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের ২ ডোজ টিকা নিয়েছেন। এরপরও করোনা পজিটিভ আসায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্র্যাব নেতৃবৃন্দ। ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটি এস এম আবুল হোসেনের স্ত্রীর আশু সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি এই করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন ক্র্যাব নেতৃবৃন্দ।