বুধবার | ৯ অক্টোবর ২০২৪
Cambrian

কোহলির মুডঅফ কেনো?

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক

কী হয়েছে বিরাট কোহলির! ব্যাটে তার রান নেই অনেক দিন ধরেই। ট্রেন্টব্রিজের পর লর্ডস টেস্টেও ব্যর্থ তিনি। লর্ডসের দ্বিতীয় ইনিংসে যখন তাঁর ব্যাটের ঝলক দরকার, তখন তিনি ফিরে গিয়ে দলের বিপদ বাড়ালেন। ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান করা কোহলি এখন ফুটওয়ার্কের সমস্যায় ভুগছেন।

কাল ইংল্যান্ডের চেয়ে ২৭ রান পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। কিন্তু লোকেশ রাহুল আর রোহিত শর্মার ওপেনিং জুটি ভেঙে যায় দ্রুতই। দলের রান ২৭ (আসলে ০) উঠতেই দুজনকেই হারিয়ে বসে ভারত। এরপর কোহলি এসে বেশিক্ষণ টিকতে পারেননি। স্যাম কারেনের বলে ফিরে যান।
কোহলি কিন্তু কাল ভালো কিছু করারই ইঙ্গিত দিচ্ছিলেন। কয়েকটি দুর্দান্ত বাউন্ডারিও মেরেছিলেন। কিন্তু অফ স্টাম্পের বাইরে আবারও ফাঁদে পড়েন তিনি। খোঁচা দিয়ে নিজের বিপদ ডেকে আনেন। সাম্প্রতিককালে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বেশ কয়েকবারই ফিরেছেন। সুনীল গাভাস্কার বিশ্লেষণ করতে গিয়ে ধরতে পেরেছেন কোহলির সমস্যাটা।

সম্প্রচার চ্যানেলে বিশেষজ্ঞের মত দিতে গিয়ে গাভাস্কার কিছুটা বিরক্তিও প্রকাশ করেছেন কোহলির ওপর, ‘টেস্টে কোহলি ৮ হাজারের ওপর রান করেছে। এটা সে নিশ্চয়ই একটা পদ্ধতি বা প্রক্রিয়া অনুসরণ করেই করতে পেরেছে। ইদানীং দেখছি সে অফ স্টাম্পের বাইরের বলে আবারও খোঁচা দেওয়া শুরু করেছে। পা থাকছে এক জায়গায়, ব্যাট চলে যাচ্ছে আরেক জায়গায়। সে আসলে কী ভাবছে? সে অবশ্যই চায় রান করতে। কিন্তু ভাবনাতেই পার্থক্যটা তৈরি হয়ে যায় এক ব্যাটসম্যানের সঙ্গে অন্যজনের।’
লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ১০৩ বলে ৪২ রান করেছিলেন কোহলি। সে ইনিংসে নিজেকে বেশ গুটিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁকে অনেকটাই ইতিবাচক দেখাচ্ছিল। ৩১ বলে ২০ রান করে ফেলেছিলেন। গাভাস্কার মনে করেন, কোহলি দ্বিতীয় ইনিংসে আরও একটু ধরে খেললেই পারতেন। টেস্টের মেজাজ বুঝেই তাঁর ব্যাট চালানো উচিত ছিল।
প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়েই কোহলি বিপদ ডেকে আনছেন বলে মনে করেন গাভাস্কার, ‘প্রতিপক্ষকে চাপে ফেলা ভালো। কিন্তু সেটি অবশ্যই নিজের ক্ষতি করে নয়। অনেক সময় প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনেন ব্যাটসম্যানরা। কোহলির ক্ষেত্রেও সেটিই হয়েছে। প্রতিটি ব্যাটসম্যানেরই উচিত নিজের মতো করে উপায় খুঁজে বের করা। এটাই টেস্ট ক্রিকেট। ওয়ানডে আর টি–টোয়েন্টির চেয়ে এটি আলাদা। টেস্টে পুরোনো ধ্যানধারণার ক্রিকেটটাই খেলতে হয়।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ