আর কিছুক্ষণ বাদেই মাঠে গড়াবে কোপা আমেরিকার বহুল কাঙ্ক্ষিত ফাইনাল। তার আগেই আসরের সেরা খেলোয়াড় নির্বাচন করে ফেলেছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
দলকে ফাইনালে তুলে আনতে মুখ্য ভূমিকা রাখায় আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও ব্রাজিলের পোস্টার বয় নেইমারকে যৌথভাবে সেরা ঘোষণা করেছে কনমেবল।
কনমেবলের ওয়েবসাইটে শনিবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কোনো একজনকে বেছে নেওয়া সম্ভব নয়, কারণ প্রতিযোগিতাটিতে দুই জন সেরা খেলোয়াড় আছে। দুজনই তাদের জাতীয় দলের সঙ্গে ফাইনালে উঠেছে। আসরে শীর্ষ গোলদাতাদের তালিকাতেও আছে তারা। লিও মেসি এখন পর্যন্ত ৪ গোল করে শীর্ষে, নেইমার ২টি। সতীর্থদের দিয়েও গোল করিয়েছে তারা। মেসি পাঁচটি ও নেইমার তিনটি। এই সংখ্যাগুলোই প্রমাণ করে দলকে এগিয়ে নিতে তারা কতটা কার্যকরী ভূমিকা রেখেছে মাঠে।