নিজস্ব প্রতিবেদক
সরকারের পূর্ব -ঘোষণা অনুযায়ী, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে থেকে ’সবচেয়ে কঠোর লকডাউন’ শুরু হয়েছে। এই বিধিনিষেধ আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, এই বিধিনিষেধ হবে সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ।
প্রতিমন্ত্রী বলেন, তারা কঠোরতম বিধিনিষেধ বাস্তবায়ন করবেন। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এর বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে, সেভাবেই এই বিধিনিষেধ হবে। কোনো পরিবর্তন নেই।’
প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণা অনুযায়ী, কাল শুক্রবার সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে।