নিজস্ব প্রতিবেদক
কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালের পাশে গ্যারেজ পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট।কীভাবে আগুন লেগেছে, সেটি এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদুল আলম জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনের গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ সময় গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গেছে বলে জানা যায়।
স্থানীয়ভাবে জানা গেছে, গ্যারেজটিতে পুরনো গাড়ি রাখা হতো। এছাড়া বিভিন্ন সময় গাড়ি মেরামত করা হয়।