বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুইয়ান অফ স্পিনার রয় কাইয়ার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে অভিযোগ উঠেছে।
ম্যাচ অফিশিয়ালদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এ অভিযোগ গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।
এখন কাইয়ার বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। সাধারণত অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর আইসিসি স্বীকৃত কেন্দ্রে সেটির পরীক্ষা দিতে হয়।
তবে করোনাভাইরাস পরিস্থিতিতে সেটি সম্ভব নয় বলে আপাতত ভিডিও ফুটেজ বিশ্লেষণের ওপরই ভরসা করছে আইসিসি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
দুই সিরিজের দলে কাইয়া আছেন কি না, তা নিশ্চিত নয়। এখনো দুই সিরিজের দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে।
এই বিশেষজ্ঞ প্যানেল যদি কাইয়ার বোলিং অ্যাকশন অবৈধ বলে রায় দেয়, তাহলে সেটি চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে ২৯ বছর বয়সী জিম্বাবুইয়ান অফ স্পিনারের।
বর্তমান পরিস্থিতিতে তাঁর বোলিং অ্যাকশনের ফুটেজ এরপর পরীক্ষা করে দেখবে আরেকটি বিশেষজ্ঞ প্যানেল।
সে প্যানেলও যদি তাঁর অ্যাকশনকে অবৈধ মনে করে, সে ক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচে বোলিংয়ে নিষিদ্ধ হতে পারেন কাইয়া।
অবশ্য সন্দেহজনক হওয়ায় এখনই বোলিং থামাতে হবে না কাইয়াকে। চাইলে রায় আসার আগপর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দলে কাইয়া থাকছেন কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। জিম্বাবুয়ে এখনো সেই দুই সিরিজের দল ঘোষণা করেনি।
হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বোলিং করেছিলেন কাইয়া, তবে উইকেট পাননি একটিও। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত কাইয়ার এটি ছিল তৃতীয় টেস্ট।
অভিষেকের বছর একটি ওয়ানডে খেলেছিলেন তিনি, এ সংস্করণে আর ম্যাচ খেলেননি এখন পর্যন্ত।
তবে এ বছর বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষেও দুটি ম্যাচ খেলেছিলেন কাইয়া। এখন পর্যন্ত ৩ টেস্টে উইকেটের দেখা পাননি তিনি।