শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

কাঁচামরিচ আমদানি আবার শুরু

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
দীর্ঘ ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি।
আমদানির খবরে বন্দর এলাকায় আসতে শুরু করেছে পাইকার-পত্র। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে আমদানি করা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। অন্যদিকে কাঁচা পণ্য দ্রুত ছাড়করণের ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পানামা কর্তৃপক্ষ।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে ১২ হাজার ৮শ ৮২ কেজি কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক ভারত থেকে হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে পণ্যটি আমদানি শুরু হয়।
এর আগে কৃষদের কথা চিন্তা করে গতবছর কাঁচা মরিচ আমদানিতে ইমর্পোট পারমিট (আইপি) বন্ধ করে দেয় সরকার। কিন্তু আকস্মিক বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়।
দাম স্বাভাবিক রাখতে র্দীঘ ৮ মাস পর মরিচ আমদানিতে আইপি নিষেধাক্ষা প্রত্যহার করে নিলে গত সপ্তাহে কাঁচামরিচ আদানি করতে এলসি করেন ব্যাবসায়ীরা।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, পচনশীল পণ্য হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আমদানি করা পণ্যটি দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ