আন্তর্জাতিক ডেস্ক
করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তিউনিসিয়াজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট।
এর আগে রবিবার হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি চরমে পৌঁছলে দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করেন। খবর পাওয়ার পর বিক্ষোভকারীরা শান্ত হন এবং উৎসব করতে থাকেন।
অন্যদিকে রাজধানী তিউনিস ও অন্যান্য শহরগুলোয় হাজার হাজার মানুষ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং ‘বেরিয়ে যাও’ শ্লোগান দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানায়।