নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে করোনায় ২১৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অদিদপ্তরের নিয়মিত বুলেটিনে আজ বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জন।