রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

করোনায় বিচারপতির মৃত্যু, প্রধান বিচারপতির শোক

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এ বিচারপতি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিচারপতি একেএ ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল জানান, মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা কাকরাইল জাজেস কমপ্লেক্স সংলগ্ন টিপটপ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর ঢাকাস্থ দোহারের নয়াবাড়ি ইউনিয়নে মরহুমের গ্রামের বাড়িতে বাহ্রা স্কুল মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।
বিচারপতি একেএম ফজলুর রাহমান ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে তিনি আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। ১৯৭৩ সালে জুডিশিয়াল সার্ভিসে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে যোগদান করেন। ১৯৮৯ সালে তিনি জেলা ও দায়রা জজ হন। ২০০২ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৪ সালে তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ