প্রিয়দেশ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান মারা গেছেন।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, “জুলাইয়ের শেষ সপ্তাহে সাইফুজ্জামানের জ্বর, শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ দেখা দেয়। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবারের দিকে হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতির অবনতি হয়ে মঙ্গলবার সকালে মারা গেছেন ৪৫ বছর বয়সী এ অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।”
২০০৫ সালে ইসি সচিবালয়ে যোগ দেওয়া এ বি এম সাইফুজ্জামান স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।নেত্রকোণার আটপাড়া উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হবে সাইফুজ্জমানকে।
কেভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ ২৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন মারা যান। একইদিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এনামুল হক মারা গেছেন।
এর আগে ৮ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের রাজনগরের উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা মারা যান। গত এপ্রিল চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানও কোভিডে মারা যান।