মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

করোনায় আরও ১৭৮ মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
দেশে করোনার সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশে করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানানো হয়। তবে করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন ১৯৭ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ৬৬। আগের দিন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৩।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ১২ হাজার ২১৮। মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৯৮৮ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ