মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

করোনার টিকা দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকা দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।
খালেদা জিয়া মডার্নার তৈরি টিকা নিয়েছেন। এক মাস আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।
এর আগে বিকেল চারটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে টিকা নেওয়ার উদ্দেশ্যে হাসপাতালে রওনা হন। হাসপাতালের সামনে এসে পৌঁছালে চিকিৎসক ও নার্স এসে গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন। এরপর খালেদা জিয়া আবার বাসার উদ্দেশে চলে যান। এ সময় হাসপাতালে ভিড় করেন নেতা-কর্মীরা।
খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ