বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কবিগুরুর স্মরণে ‌’রবীন্দ্রলালন’

spot_img
spot_img
spot_img

বিনোদন প্রতিবেদক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণের দিনে তার স্মরণে তৈরি হলো রবীন্দ্রসংগীত ও লালনসংগীতের সম্মিলনী এক গান ‘প্রাণের মানুষ ও মনের মানুষ।’ কোলাজ এ গান গেয়েছেন বাউল শফি মন্ডল ও তরুণ শিল্পী স্বপ্নীল সজীব। কবিগুরুর প্রয়াণ দিবস ২২ শ্রাবণের আগেই সংগীতচিত্রটি প্রকাশিত হবে ইউটিউবসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার প্রাণের মানুষ’ ও লালনের ‘মিলন হবে কত দিনে’ গান দুটির সম্মেলনে গাওয়া এ গান প্রসঙ্গে স্বপ্নীল বলেন, ‘আমি লালন সাঁইয়ের মনের মানুষের সঙ্গে রবি ঠাকুরের জীবনদেবতা তথা প্রাণের মানুষের মধ্যে একটি সেতু বানাতে চেষ্টা করেছি, যেখানে দুটো গানেই মানবতার জয়গান এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের কথা বলা হয়েছে। তরুণ প্রজন্মের কাছে দুটি গানের অভিন্ন বাণীকে একত্রে উপস্থাপন করাই ছিল উদ্দেশ্য।’
শফি মন্ডল বলেন, ‘এ এক ভিন্নধর্মী উপস্থাপনা। স্বপ্নীল সজীবের মতো তরুণ গায়কের সঙ্গে এ রকম একটি কাজ করতে ভালোই লেগেছে। আমি বিশ্বাস করি, এই নিবেদনে শ্রোতারা তাদের মনের মানুষ খুঁজে পাবে এবং ধর্ম, বর্ণ, জাতি ঊর্ধ্বে তাঁকে দেখতে সক্ষম হবে।’
প্রকাশিতব্য সংগীতচিত্রটি পরিচালনা করছেন ইয়ামিন এলান, সংগীতায়োজন করেছেন এস শরিফ সুমন ও রিজভী রহমান। স্বপ্নীলের কণ্ঠ বিশেষভাবে সমন্বয় করেছেন আমজাদ হোসেন। গানচিত্রের প্রযোজক স্বপ্নীল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ