রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

এক সপ্তাহে ২ হাজার ডেঙ্গু আক্রান্ত, সর্বোচ্চ ঢাকায়

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮১ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ২৯ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে এসেছেন।
এ নিয়ে অগাস্টের প্রথম আট দিনেই ২ হাজার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হল মশাবাহিত এই রোগ নিয়ে।
দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৪ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮০৮ জন। এছাড়া ডেঙ্গু সন্দেহে ১৪ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআরে।
গত জুলাইয়ে এ মৌসুমে এক মাসে সর্বোচ্চ ২ হাজার ২৮৬ জন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন হাসপাতালে।
২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে চলতি বছরের জুলাই থেকে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৯৩১ জন ডেঙ্গু রোগী, যাদের ৮৬৩ জনই ঢাকা মহানগরীর।

দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৪ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮০৮ জন। এছাড়া ডেঙ্গু সন্দেহে ১৪ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআরে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ