নিজস্ব প্রতিবেদক
এক র্যাব সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তার নাম মোঃ কাওছার আহমেদ (৫২)। তিনি র্যাব ১১ তে কর্মরত । তার আইডি নং ২০৪১৫৩।
সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় উদ্ধার এর পদ শনিবার (১৪ আগস্ট) রাতে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন র্যাব -৪ এর হাবিলদার আতিকুল ইসলাম।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
র্যাব সদস্য আতিকুল ইসলাম জানান, গ্রামের বাড়ি থেকে ফেরার পথে বাসে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তবে তিনি অসুস্থ থাকায় কি কি খোয়া গেছে সে বিষয়ে জানা যায়নি।