বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

একুশ বছরেও সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার শেষ হয়নি

spot_img
spot_img
spot_img

দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমান হত্যাকাণ্ডের বিচার কাজ ২১ বছরেও শেষ হয়নি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর প্রেসক্লাবে সাংবাদিকেরা কালো ব্যাজ ধারণ করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
পরে শোক র‌্যালি বের করে যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে শামছুর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা সাংবাদিক ইউনিয়ন, যশোর সংবাদপত্র পরিষদ, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কবরস্থানেই দোয়া করা হয়।
অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, যশোর সংবাদ পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মোবিনুল ইসলাম, নিহত শামছুর রহমানের ছোট ভাই জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।
স্থানীয় সাংবাদিক, পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৬ জুলাই রাতে সাংবাদিক শামছুর রহমান যশোরে নিজ কার্যালয়ে আততায়ীর গুলিতে নিহত হন।
এ ঘটনায় হওয়া মামলায় ২০০১ সালে সিআইডি ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
পরে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর বর্ধিত তদন্তের নামে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাদ দিয়ে আসামিদের ঘনিষ্ঠজনদের সাক্ষী করা হয়। এতে একদিকে মামলার বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়, অন্যদিকে দুর্বল হয়ে যায় অভিযোগপত্র।
এরপর ২০০৫ সালের জুন মাসে যশোরের স্পেশাল জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন হয়। ওই বছরের জুলাই মাসে বাদীর মতামত ছাড়াই মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। এ অবস্থায় মামলার বাদী নিহত শামছুর রহমানের স্ত্রী সেলিনা আকতার লাকি বিচারিক আদালতে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০০৫ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে আপিল করেন।
আপিল আবেদনে সেলিনা আকতার বলেন, মামলার অন্যতম আসামি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিরক পলাতক আছেন। হিরকসহ সংশ্লিষ্ট অন্য আসামিদের সঙ্গে খুলনার সন্ত্রাসীদের সখ্য রয়েছে। ফলে তার (বাদী) পক্ষে খুলনায় গিয়ে সাক্ষী দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ