বুধবার | ৯ অক্টোবর ২০২৪
Cambrian

এই প্রথম নারী রেফারি

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক
ঐতিহাসিক দিনই দেখলো বাংলাদেশের ফুটবল। সর্বোচ্চ পর্যায়ের লিগে এই প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করলেন। আজ কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘ আর উত্তর বারিধারা ক্লাবের ম্যাচে সহকারী রেফারি হিসেবে ছিলেন সালমা আক্তার।
দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে সালমাই যে প্রথম নারী রেফারি, সেটি নিশ্চিত করলেন রেফারিজ ডেপুটি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম নেসার। প্রথম আলোকে তিনি বলেন,‘ছেলেদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজই প্রথম কোনো নারী রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কখনো এমনটা হয়নি।’
এ ম্যাচে সালমা আক্তারের দায়িত্ব পালনের কারণটাও জানিয়েছেন ইব্রাহিম নেসার,‘সালমা এখন ফিফার সহকারী রেফারি হিসেবে আছেন। তার নাম আমরা এলিট রেফারি প্যানেলের জন্য পাঠিয়েছি। ফিফা আমাদের কাছে তার ম্যাচ পরিচালনার ভিডিও চেয়েছে। এখন তো মেয়েদের কোনো খেলা নেই। তাই ছেলেদের খেলাতেই তাকে দেওয়া। এই ধরনের ম্যাচ পরিচালনা করার মতো সামর্থ্যও তার আছে।’
গত বছর ফিফার সহকারী রেফারি পরীক্ষায় পাস করেন সালমা। ২০২১ সালের জন্য ফিফার সহকারী হয়েছেন তিনি। রেফারি হওয়ার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। ঢাকার ইডেন মহিলা কলেজে স্নাতক করছেন সালমা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ