ক্র্যাবনিউজ ডেস্ক
উজবেকিস্তানের অভ্যন্তরে একটি আফগান সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার মধ্য এশীয় এ দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আফগানিস্তান সীমান্তবর্তী উজবেকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সুরখন্দারিয়ো প্রদেশে রোববার রাতে বিমান ধ্বংসের উজবেক সংবাদমাধ্যমের খবর নিশ্চিত করে মন্ত্রণালয়ের মুখপাত্র বাখরম জুলফিকারভ এএফপি’কে বলেন, ‘ওই সামরিক বিমান অবৈধভাবে উজবেকিস্তানের আকাশ সীমা অতিক্রম করছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।’
উজবেকিস্তানে আফগান সামরিক বিমান বিধ্বস্ত
Previous article
Next article