আদালত প্রতিবেদক
চাকরি হারিয়ে প্রতারক হয়ে ওঠা চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ পৃথক দুই মামলায় ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন।
এর আগে শাহ আলী থানায় করা পৃথক দুটি মামলায় ইশরাত রফিক ও শহিদুল ইসলামকে আদালতে হাজির করে ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে আসামি ইশরাত ও শহিদুলকে দুটি মামলায় তিন দিন করে মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
মাদক রাখা ও প্রতারণার অভিযোগে গতকাল রোববার রাজধানীর মিরপুর এলাকা থেকে চিকিৎসক ইশরাত রফিক ও শহিদুলকে গ্রেপ্তার করেছে র্যাব।