আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে পানিসংকটের কারণে চলা বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। দেশটিতে চলমান তীব্র খরার কারণে শুরু হয়েছে পানি ও বিদ্যুৎসংকট। এতে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
নিহত ওই ব্যক্তি ইরাক সীমান্তসংলগ্ন ইরানের খুজিস্তান প্রদেশের সংখ্যালঘু আরব সম্প্রদায়ের। তার মরদেহের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনাবশত গুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকারি গণমাধ্যম। তবে বিক্ষোভকারীরা বলছেন, এই মৃত্যুর জন্য ইরানের নিরাপত্তাবাহিনী দায়ী।
খুজিস্তান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর ওমিদ সাব্রিপুর ইরনাকে বলেন, বিক্ষোভকারীরা গুলি ছুড়ছিল। এ সময় গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি নিহত হন। তবে ইরানের বাইরে থেকে পরিচালিত একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালান। এতেই ওই ব্যক্তি নিহত হন।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হেলমেট পরে তাঁদের নজরদারি করতে দেখা গেছে ।
পানি সংকটের প্রতিবাদে বিক্ষোভ ইরানের বেশ কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা প্রকৃত পরিস্থিতি অনেকটা কম গুরুত্ব দিয়ে প্রচার করছেন। এর মধ্যেই ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছে ইরান সরকার।
ইরান সরকার বলছে, অনাবৃষ্টির কারণে এই পানিসংকট দেখা দিয়েছে। পানি সংকটের কারণে ইরানের চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্রগুলো।
ফলে সমস্যা দেখা দিয়েছে বিদ্যুৎ উৎপাদনে। আর তীব্র গরমে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের ফলে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। এসবের পেছনে সরকারি অব্যবস্থাপনা এবং দুর্নীতিকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।