মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইঞ্জিন বিকল হয়ে ডুবে গেল মাছ ধরা ট্রলার, ১৬ জেলেকে উদ্ধার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার মনপুরা উপজেলাধীন চর পিয়াল এলাকায় সাগরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার দিনগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার (২৪ জুলাই) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলা জেলার মনপুরা চর পিয়াল এলাকায় একটি ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার বিকল হয়ে ডুবে যায়। সংবাদ পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অন্তর্গত বিসিজি আউটপোস্ট মনপুরা ও বিসিজি আউটপোস্ট চরমানিকা অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৬ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ