স্পোর্টস ডেস্ক
আর মাত্র এক দিনের অপেক্ষা। মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপের শীর্ষস্থানীয় চার লিগ। স্প্যানিশ লা লিগা, বুন্দেশলিগা, লিগ ওয়ান এবং প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে শনিবার থেকে। ইতালিয়ান লিগ সিরি আ শুরু হবে এক সপ্তাহ দেরীতে।
শনিবার রাত সাড়ে ১ টায় শুরু হবে প্রিমিয়ার লিগ। আর্সেনাল এবং ব্রেন্টফোর্ডের ম্যাচ দিয়ে ইপিএলের লড়াই শুরু হবে। এছাড়াও প্রথম দিনে মাঠে নামবে ম্যান ইউনাইটেড, চেলসি, লিভারপুল, লেস্টারসিটি ও এভারটন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রথম ম্যাচ খেলবে ১৫ ই আগস্ট। প্রথম রাউন্ডে পেপ গার্দিওলাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার।
একইদিনে রাত ১২.৩০ টায় বুরুশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে রাউন্ড ওয়ান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এছাড়াও রয়েছে আরও পাঁচটি ম্যাচ।
১৪ ই আগস্ট ভ্যালেন্সিয়া বনাম গেটাফির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগাও। ১৫ ই আগস্ট দেপোর্তিভো আলাভেসের বিরুদ্ধে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। একইদিনে সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়েল সোসিদিয়েদের বিরুদ্ধে খেলবে বার্সেলোনা।
মোনাকো এবং লরিয়েন্টের ম্যাচ দিয়ে ফরাসী লিগেও বল গড়াবে শনিবার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিল ওইদিনই নামবে নাইসের বিরুদ্ধে। ১৫ ই আগস্ট স্টার্সবার্গের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে প্যারিস সেন্ট জার্মেইন।