শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

আমি মোটেও অনুতপ্ত নই : আফগান প্রসঙ্গে বাইডেন

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে একের পর এক শহরের দখল নিচ্ছে তালেবান। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে আমি মোটেই অনুতপ্ত নই।’ তিনি আফগান নেতাদের সংগঠিত হয়ে তাদের জাতির জন্য কাজ করার আহবান জানান।
দীর্ঘ ২০ বছর পর আফগাস্তানে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ফিরিয়ে নেয়া হয়। এরপর থেকে তালেবান আরও মারমুখী হয়ে ওঠে। ইতিমধ্যে প্রায় ৩৪টি শহর তালেবানরা দখলে নিয়েছে। ওই দেশের সরকারি বাহিনীর সাথে তালেবানদের যুদ্ধ চলছে।
আজ বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করেছে। যেমন- বিমান সহায়তা প্রদান, সামরিক বেতন প্রদান এবং আফগান বাহিনীকে খাদ্য ও সরঞ্জাম সরবরাহ করা।’ তিনি আরও বলেন, ‘তাদেরকে নিজেদের জন্য লড়াই করতে হবে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ