রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আবার পদ্মা সেতুর পিলারে ধাক্কা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

আবারও পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম, বাণিজ্য) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফেরিটি এখন শিমুলিয়া ঘাটের ২ নম্বর ফেরিঘাটে আছে। তবে, কর্মস্থলে না থাকার কারণে তিনি এর বেশি কিছু জানেন না বলে জানান।

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির বলেন, ‘ধাক্কা খাওয়ার পর ফেরিতে থাকা একটি পণ্যবাহী যান অপর একটি প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দু-তিন জন আহত হয়েছে শুনেছি। ধাক্কা খেয়ে ফেরির তলায় ফাটলও দেখা দিয়ে পানি উঠছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, ‘ফেরিটি এখন দুই নম্বর ঘাটে আছে। আমরা উদ্ধার কাজ নিয়ে ব্যস্ত আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।’

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগার খবর শুনেছি। আমাদের লোক এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে ধাক্কা লাগা পিলার পর্যবেক্ষণ করেছে। খবর পেয়েছি, আগেরবার ধাক্কা লেগে ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপের যতটুকু কংক্রিট উঠে গিয়েছিল, এবার তার চেয়েও কম ক্ষতি হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব ব্যাপারে আইনানুগ বা অন্য কোনও ব্যবস্থা নেওয়ার এখনও নির্দেশনা পাইনি।’

প্রসঙ্গত, এর আগেও এই নৌপথে একাধিক ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। গত ২৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে এবং ২০ জুলাই রো রো ফেরি শাহ মখদুমও পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এসব ঘটনায় বিআইডব্লিউটিসি তদন্ত কমিটি করে। এ বিষয়ে মাদারীপুরের শিবচর থানায় জিডিও করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ