রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আফগান শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের শরণার্থীদের অভিবাসনে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে এমন দুটি সূত্র এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনিক এক কর্মকর্তা গতকাল রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে এই তিন সূত্র বলেছে, অগ্রাধিকার ভিত্তিতে এই শরণার্থীদের অভিবাসনে যে উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে, তা আজ সোমবার ঘোষণা করা হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দেবে। তবে পররাষ্ট্র দপ্তর এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্র এমন সময়ে এই উদ্যোগ নিচ্ছে, যখন আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই চলছে। দেশটির দুই প্রদেশের রাজধানী দখলকে কেন্দ্র করে এই লড়াই সম্প্রতি তীব্র হয়েছে। এর বিপরীতে সেনা প্রত্যাহার অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে সেনা প্রত্যাহার শেষ হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকে আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে তালেবান। এরপর থেকে ঝুঁকির মুখে পড়েছে আফগানিস্তানের অনেক নাগরিক। ফলে দেশটির নাগরিকদের সাহায্য করতে বাইডেনের ওপর চাপ বাড়াচ্ছে মার্কিন আইনপ্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলো। নতুন এই অভিবাসন উদ্যোগ প্রসঙ্গে বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলা বিভিন্ন প্রকল্পে ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন বেসরকারি সংস্থা ও গণমাধ্যমে যাঁরা কাজ করেছেন, তাদের অভিবাসনের ব্যবস্থা করা হবে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নতুন একটি ভিসা কর্মসূচি হাতে নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে স্পেশাল ইমিগ্রেশন ভিসা (এসআইভি)। এর আওতায় প্রায় ২০০টি ভিসার কাজ সম্পন্ন হওয়ার পথে। এই ব্যক্তিরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তাদের ভার্জিনিয়ায় একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে তাদের পাঠিয়ে দেওয়া হবে। এ ছাড়া এই এসআইভির আওতায় আরও ৫০ হাজার ভিসা দেওয়া হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ