মঙ্গলবার | ৮ অক্টোবর ২০২৪
Cambrian

আফগানিস্তানে চার সাংবাদিক গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক
সশস্ত্র গোষ্ঠী তালেবানের পক্ষে প্রপাগান্ডা চালানোর অভিযোগে চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা। গত সোমবার ওই চারজনকে দেশটির কান্দাহার শহর থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ওই চার সাংবাদিক তালেবান–নিয়ন্ত্রিত স্পিন বোল্ডাক সীমান্ত ক্রসিং পরিদর্শন করে ফিরেছিলেন।
সম্প্রতি আফগান সেনাদের কাছ থেকে সীমান্ত ক্রসিংটি দখল করে তালেবান। সেখানকার পরিস্থিতি নিয়ে সরকারি প্রতিবেদনের অনুসন্ধান করছিলেন গ্রেপ্তার হওয়া ওই চার সাংবাদিক। সরকারি এসব প্রতিবেদন বলা হয়েছিল, স্পিন বোল্ডাক সীমান্ত ক্রসিং এলাকায় সাধারণ মানুষকে হত্যা করেছে তালেবান। যদিও এসব অভিযোগ অস্বীকার করে তালেবান।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মস্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই বিবৃতিতে বলেছেন, ‘সন্ত্রাসীদের পক্ষে এবং আফগানিস্তানের স্বার্থের বিপক্ষে যায় এমন যেকোনো প্রপাগান্ডা অপরাধ।’ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে তালেবানের মুখপাত্র মুহাম্মদ নাইম জানান, স্পিন বোল্ডাক সীমান্ত ক্রসিংয়ে তালেবান হত্যাকাণ্ড চালাচ্ছে, সরকারের এমন অভিযোগ তদন্ত করতেই ওই চার সাংবাদিক সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, তাঁদের একমাত্র অপরাধ ছিল তাঁরা সত্য প্রকাশ করতে চেয়েছিলেন।
এদিকে চারজনকে গ্রেপ্তারসংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরেছে আফগানিস্তানে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন। তাদের ভাষ্য, ওই চার সাংবাদিককে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন স্থানীয় মেল্লাত ঝাঘ রেডিও নেটওয়ার্কে কাজ করেন। গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা তাঁদের কোনো খোঁজ মিলছে না। এ নিয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন।

গ্রেপ্তার চার সাংবাদিককে শিগগিরই মুক্তি দিতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের জার্নালিস্ট সেফটি কমিটি। বিচারবহির্ভূতভাবে গ্রেপ্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে তারা।
দীর্ঘ সময় ধরেই সাংবাদিকদের জন্য আফগানিস্তানের পরিস্থিতি বেশ প্রতিকূল। মাত্র দুই সপ্তাহ আগেই স্পিন বোল্ডাক সীমান্ত ক্রসিংয়ে দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন রয়টার্সের এক ফটোসাংবাদিক। চলতি বছরের মে মাসে গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এই সূচক অনুসারে, বিশ্বের ১৪০টি দেশের মধ্যে আফগানিস্তানের অবস্থান ১২২তম।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ