নিজস্ব প্রতিবেদক
চলমান কঠোর বিধিনিষেধে আজ রবিবার ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। তবে সোমবার থেকে যথারীতি চালু হবে।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। চলমান বিধিনিষেধের কারণে গত সপ্তাহের রবি ও বুধবারও ব্যাংক বন্ধ ছিল।
প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সোম ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এর মাধ্যমে শেয়ারবাজার আবারও সাড়ে চার ঘণ্টার পূর্ণাঙ্গ লেনদেন সময়ে ফিরে যাচ্ছে।