মঙ্গলবার | ৮ অক্টোবর ২০২৪
Cambrian

অন্যরকম আবেদন রশিদের

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানে শান্তি ফেরাতে বিশ্ব নেতাদের কাছে আকুতি জানালেন দেশটির জাতীয় দলের ক্রিকেটার ও লেগ-স্পিনার রশিদ খান।
আফগানিস্তান থেকে মে মাসের প্রথম দিন থেকে আমেরিকা সৈন্য সরিয়ে নিতে শুরু করে। তারপর থেকেই সেখানে একের পর এক তালেবান হামলা চলছে। আফগানিস্তানে গত এক মাসে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। প্রতিদিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।
এমন অবস্থায় নিজ দেশে শান্তির জন্য বিশ্ব নেতাদের কাছে আকুতি জানালেন রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করেন রশিদ।
টুইট করে রশিদ লিখেন, ‘প্রিয় বিশ্ব নেতৃবৃন্দ, আমার দেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শিশু এবং মহিলাসহ হাজার হাজার নির্দোষ মানুষ প্রতিদিনই মারা যাচ্ছেন। শত-শত বাড়ি ধ্বংস হচ্ছে। হাজার হাজার পরিবারের ক্ষতি হচ্ছে। এমন অবস্থায় আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা বন্ধ হোক, আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।’
৩১ আগস্টের মধ্যে সকল সৈন্যই সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় দু’দশক পর সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। এমন অবস্থায় দেশের ভবিষ্যত পরিস্থিতি ভয়াবহ হুমকির মুখে পড়বে বলেও মনে করেন রশিদ। আফগান তালেবানরা ইতোমধ্যেই দেশের প্রায় অর্ধেকটা দখল করে নিয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ