শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

অক্সিজেন নিয়ে অসহায় মানুষের পাশে

spot_img
spot_img
spot_img

কুমিল্লা প্রতিনিধি
জেলার বুড়িচং উপজেলায় প্রতিনিয়তই বাড়ছে কোভিট সংক্রমণের সংখ্যা। রোগিদের চিকিৎসা ক্ষেত্রে জরুরী প্রয়োজন হলো অক্সিজেন। সংকটময় এই মূহুর্তে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন জিহান ফুটওয়্যার।
শুক্রবার বেলা ১১টায় জিহান ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও উদ্যেক্তা শাহজাদা আহমেদ রনি ১০ টি অক্সিজেন সিলিন্ডার বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার মীর হোসেন মিঠুর হাতে তুলে দেন।
এসময় বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম, রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকরামুল্লা প্রমুখ।
এ বিষয়ে জিহান ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা আহমেদ রনি বাসসকে বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে মানুষের সেবায় নিয়োজিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু বাসসকে বলেন, জেলার মধ্যে করোনার হটস্পটের তালিকায় বুড়িচং রয়েছে। দিনদিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। তিনি আরো বলেন, বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেনসহ অর্ধশতাধিক সিলিন্ডার মজুদ আছে। নতুন ১০ টি অক্সিজেন সিলিন্ডার রোগীদের উপকারে আসবে। সকলে স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা সংক্রমনের হার কমানো যাবে বলে জানান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ