শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

৫০ হাজার টাকায় বিক্রি হলো মাছ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার গভীর সাগরে আনিস মিয়া নামের এক জেলের জালে ধরা পড়ছে সাত মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ। পরে মাছটি ৫০ হাজার টাকায় স্থানীয় মাছের আড়তে বিক্রি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিসিং এজেন্সিতে মাছটি বিক্রি করা হয়।

আনিস মিয়া বলেন, ‘আমি অনেকদিন ধরে সাগরে মাছ ধরি। কিন্তু কখনো শাপলাপাতা মাছ পাইনি। এত বড় মাছ আমার জালে এই প্রথম ধরা পড়লো। আমি চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সির মাধ্যমে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।’

মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, ‘মাছটি নেওয়ার জন্য নিলামে অনেক ব্যাপারি অংশগ্রহণ করেন। পরে সাত মণ ওজনের মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘গভীর সমুদ্রে মাছটি পাওয়া যায়। বাজারে মাছটির চাহিদা রয়েছে। এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর প্রকৃত নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে সবার কাছে এই মাছটি শাপলাপাতা মাছ নামেই বেশি পরিচিত।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ