বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

২৩ দিন কারাভোগের পর মুক্তি পাচ্ছেন পরীমণি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
২৩ দিন টানা কারাভোগের পর মুক্তি পাচ্ছেন পরীমণি। মঙ্গলবার আদালত তার জামিন মঞ্জুর করায় বুধবার মুক্তি পেতে যাচ্ছেন। তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

কারা সূত্র জানিয়েছে, বুধবার সকালে পরীমণিকে কারাগার থেকে মুক্তি দেয়া হচ্ছে। দুপুরের আগেই তিনি মুক্তি পাচ্ছেন- এমন আভাসই পাওয়া গেছে কারা কর্তৃপক্ষের কাছ থেকে ।

দিনের প্রথমভাগে এর আগে মঙ্গলবার আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরীমনির আইনজীবী মুজিবুর রহমান জানান, রাজধানীর বনানী থানায় দায়ের থাকা মাদক মামলায় পরীমণি জামিন মপেয়েছেন। তার বিরুদ্ধে এই একটি মামলাই রয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার পরিমণির জামিনের আদেশ দেন।

আইনজীবী মুজিবুর রহমান আরও বলেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত।

৪ আগস্ট বিকেল চারটার পরপরই বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

এরপর ২২ আগস্ট পরীমনির পক্ষে তাঁর আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন। তবে জামিন শুনানির জন্য ২১ দিন পরে দিন ধার্য করায় ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পরীমনি।

পরীমনির জামিন আবেদনের শুনানি ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয় রুলে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ