শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

২ শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, ইউপি সদস্য গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় নির্যাতনকারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার মাল্লাবাজার এলাকায় ওই নির্যাতনের ঘটনা ঘটে এবং রাত ৮টার দিকে বোয়ালদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজমুল হাসানকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী আরিফের বাবা মনির উদ্দিন নাজমুল হাসানসহ ৬ জনের নাম উল্লেখ করে ও ১০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আরিফ ও সৌরভ বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
তারা জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকায় তারা মোটরসাইকেলে করে উপজেলার মাল্লাবাজার এলাকায় ঘুরতে যায়। সেখানে রাস্তার পাশে একটি ছাগলের বাচ্চা দেখতে পেয়ে তারা সেটিকে কোলে নিয়ে সেলফি তোলার চেষ্টা করে। সে সময়, স্থানীয় কয়েকজন তাদের চোর বলে ধাওয়া দেয়।

ভয় পেয়ে আরিফ ও সৌরভ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তাদের আটক করে। পরে, ছাগল চুরির অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসানসহ কয়েকজন ওই দুই শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে মারতে থাকে।

শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরিফ ও সৌরভ নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে এলে হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ এলাকা থেকে অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল হাসানকে আটক করা হয়।

ওসি খায়রুল বাসার শামীম জানান, ফেসবুকে ওই ২ শিক্ষার্থীকে নির্যাতনের একটি ভিডিও দেখে ইউপি সদস্য নাজমুল হাসানকে আটক করা হয়। পরে, ভুক্তভোগীর বাবা মামলা করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভিডিওটি দেখে বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ