বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্বাস্থ্যের ফাইল গায়েব : এক ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গায়েব হওয়া ১৭টি ফাইলের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১ নভেম্বর) তাকে সিআইড কার্যালয়ে নেয়া হয়।

নাসিমুল গণি ওরফে টোটনকে রাজশাহী শহরের রাজপাড়ায় তার নিজ বাসা থেকে আটক করে ঢাকায় আনে সিআইডি।

রাজশাহী মেট্রোপলিটন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল জলিল গণমাধ্যকে বলেন, ‘তাকে (টোটনকে) জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

‘হারানো ফাইলের মধ্যে একটি ফাইল রামেক হাসপাতাল সংশ্লিষ্ট হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন’, বলেন তিনি।

নাসিমুল গণি ওরফে টোটন

এর আগে সিআইডি সদস্যরা তার অফিসে তল্লাশি চালায়। স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ফাইল হারানোর পর এর আগে সিআইডি মন্ত্রণালয়ের ৬ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

স্বাস্থ্য বিভাগের ১৭টি ফাইল পাওয়া যাচ্ছে না উল্লেখ করে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

৩০ অক্টোবর ফাইল হারানোর ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

হারানো ফাইলগুলোর মধ্যে বেশিরভাগই বিভিন্ন মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের ক্রয় সংক্রান্ত।

জিডির তথ্য অনুযায়ী, ফাইলগুলো যে কক্ষে রাখা ছিল সেখানে সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের তত্ত্বাবধানে ক্রয় ও সংগ্রহ শাখা-২ এর কার্যক্রম পরিচালিত হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ