বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কাকডাংগা সীমান্ত হতে ২৫টি স্বর্ণের গহনাসহ এক পাচারকারীকে আটকের তথ্য জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীন কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানীর নেতৃত্বে একটি টহলদল যানবাহন তল্লাশী করে ৩৬৫ গ্রাম ওজনের এসব নেকলেসসহ (স্বর্ণের গয়না) ওই পাচারকারীকে আটক করে। এসব স্বর্ণের বাজারমূল্য ২২ লাখ ৮২ হাজার ১২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তির নাম মোঃ হুমায়ূন কবীর (৪০)। তিনি সাতক্ষীরা কলারোয়ার গাড়াখালী গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে। তিনি মোটরসাইকেলযোগে এসব স্বর্ণ পাচার করছিলো দাবি করে বিজিবি জানায়, স্বর্ণ বহনকারী ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আজ ১ জানুয়ারী সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করা এবং স্বর্ণের গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ