শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্বপদেই বহাল থাকছেন শিক্ষক ফারহানা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহাল রেখে তিনটি শিক্ষাবর্ষের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নোটিস বোর্ডে রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষাসহ অন্যান্য যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

অফিস আদেশটি গতকাল অ্যাকাডেমিক ভবনের নোটিস বোর্ডে টানানো হলেও তাতে রেজিস্ট্রার এতে স্বাক্ষর করেছেন ২১ নভেম্বর। চুল কাটার ঘটনায় শিক্ষার্থীরা শিক্ষক ফারহানা ইয়াসমিনের বরখাস্তের দাবিতে ক্যাম্পাসে লাগাতার আন্দোলন করেন। তবে সে দাবি উপেক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্বপদে বহাল করলো।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ