শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সোহেল রানার দেশত্যাগে ‘গাফলতি’ খতিয়ে দেখা হচ্ছে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ই-অরেঞ্জে যুক্ত বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার দেশত্যাগে কারও গাফলতি আছে কীনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘পরিদর্শক সোহেল রানা কীভাবে দেশত্যাগ করলেন, তার দেশত্যাগে কারও গাফলতি ছিল কি না সেসব বিষয়ে আজ ( ৫ সেপ্টম্বর ) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

ভারতের সঙ্গে আমাদের বন্দি বিণিময় চুক্তি রয়েছে। তাই সোহেল রানাকে ফিরিয়ে আনা সমস্যা হবে না। যেহেতু সোহেল ভারতে একটি মামলার আসামি, সেই প্রক্রিয়া শেষ হলে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। আর প্রক্রিয়া দেখে এটি স্পষ্ট যে, অবৈধ পথে সে দেশত্যাগ করেছে।’

পুলিশ প্রধান আরো বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে চিঠি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব। এটি অনেক সময় করা হয়। আমরা চেষ্টা করছি, ফিরিয়ে আনার জন্য। যদি এ মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ