শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সেবা রপ্তানির আয় দেশে আনতে চার মাস সময় দিলো কেন্দ্রীয় ব্যাংক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
পণ্য রপ্তানি না হলেও তথ্যপ্রযুক্তি খাতে অহরহ সেবা রপ্তানি হচ্ছে। তবে সেবা রপ্তানির আয় আসছে না দেশে। এ ক্ষেত্রে চার মাস সময় বেঁধে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, সেবা রপ্তানির আয় দেশে ফিরিয়ে আনতে হবে।
সেবা রপ্তানি আয় দেশে আনতে নতুন নির্দেশনা

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানি আয় চার মাসের মধ্যে দেশে প্রত্যাবাসনের বাধ্যবাধকতা সেবা রপ্তানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে। সেবা রপ্তানি আয় দেশে নিয়ে আসার সুবিধার্থে রপ্তানিকারক বিদেশে শুধু ন্যাশনাল হিসাব (অন্য দেশের লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়েতে অনানুষ্ঠানিক হিসাব) কিংবা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবে।

এ ছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, হিসাব ছাড়া ক্রিপটোকারেন্সিসহ অন্য কোনো মুদ্রায় ভিন্ন হিসাব বিদেশে খুলতে পারবে না।

রপ্তানি আয় দিয়ে বিদেশে মূলধনীয় বিনিয়োগ কিংবা পোর্টফোলিও বিনিয়োগ, স্থায়ী সম্পদ বা ভার্চুয়াল সম্পদ ক্রয় করা যাবে না। এ জাতীয় কার্যক্রম বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সেবা খাতে এখন ভালো আয় হচ্ছে। তবে অনেকেই তা সময়মতো ও পুরোপুরি দেশে আনছেন না। এই কারণে নতুন করে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ