বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সেন্সর পেল ‘পায়ের তলায় মাটি নাই’

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’ এরই মধ্যে কোরিয়া, শ্রীলঙ্কা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ বিশ্বে ১৪টি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটি মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পেল। শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক।

পরিচালক রাব্বী মৃধা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে একজন মানুষের জীবনে যে পরিবর্তন আসে, গ্রাম থেকে শহরে এসে নিজেকে দাঁড় করানোর সংগ্রামে লিপ্ত হয়। সেটাই ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।এই গল্পের মূল নায়ক ‘সাইফুল’ নামের এক সাধারণ মানুষ, যাঁকে তাঁর দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়। যা নিয়ে ঘটে নানা ঘটনা। যেহেতু আমরা দেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছি। ফলে এখন শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করতে পারব।”

বক্সঅফিস নিবেদিত এবং গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির সহযোগী প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রডাকশনস।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ