শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সেদিন মণ্ডপে কেন বিদ্যুৎ ছিলো না, প্রশ্ন হিন্দু নেতাদের

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
মণ্ডপে কেন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছিল- এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।

ঘটনার দিন কুমিল্লা নানুয়া দীঘিপাড়ের মণ্ডপে কী কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সে বিষয়গুলো তদন্তের আওতায় আনা হলো কি না- সে সম্পর্কেও প্রশ্ন তোলেন তারা। তা নিয়ে প্রশ্ন তুলেছে পূজা উদযাপন পরিষদ।

সংগঠনটি আরও বলেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হনুমান মূর্তির কোলের ওপর রাখা পবিত্র কোরআন শরিফটি সরিয়ে নেওয়ার পর কেন ভিডিও করার সুযোগ দিলেন এবং কেন সে ভিডিও ভাইরাল হয়েছে তা সবার কাছে বিরাট প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।

আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই প্রশ্নগুলো তুলেন।

শারদীয় দুর্গাপূজার সময় সারাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার বিষয়ে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিচারহীনতা বা বিচার না হওয়ার সংস্কৃতি দুষ্কৃতকারীদের উৎসাহিত করছে এবং প্রায় সাম্প্রদায়িক সহিংসতার মূল ঘটনাগুলো ঘটছে।’

লিখিত বক্তব্যে বলা হয়, ‘রাজনৈতিক দলের পারস্পরিক দোষারোপের কারণে প্রকৃত দোষীরা পার পেয়ে যাচ্ছে যা দেশের আইনশৃঙ্খলা ও পারস্পরিক আস্থার জন্য সুখকর নয়।’

নির্মল কুমার চ্যাটার্জী বলেন, ‘দুর্গাপূজার আগে ৩ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী, ৪ অক্টোবর ডিএমপি কমিশনার ও ৬ অক্টোবর পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে আমাদের মতবিনিময় হয়। প্রতিটি সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রতিনিধি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রত্যেকে স্ব-স্ব অবস্থানে থেকে মতামত দিয়েছেন প্রতিটি সভায় নিরাপত্তার বিষয় নিয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছিল।’

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত সব মন্দির বাড়িঘর সরকারি খরচে পুনির্মাণ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যবস্থা করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ