রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সেই ময়না এখন কোথায়?

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

এক আফগান বালিকার আদরের পোষা ময়না পাখি। নাম তার জুজি। পাখিটির সাথে পরম বন্ধুত্ব আর ভালোবাসা আফগান বালিকা আলিয়ার। কিন্তু তালেবানের আক্রমণে আফগান রাজ্যের পথপরিবর্তনে আলিয়া আর ময়না পাখির বিচ্ছেদ ঘটে।

ভাগ্যের নির্মম পরিহাসে বিচ্ছিন্ন হয়ে যেতে হলো দুজনকে।

তালেবান আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে নেয়ার পর কাবুল ছাড়তে বাধ্য হয় আলিয়ার পরিবার। প্রথমে কাবুল থেকে সংযুক্ত আরব আমিরাতে তাদের সরিয়ে নেওয়া হয়। সেখান থেকে আরেকটি ফ্লাইটে ফ্রান্সের প্যারিসে পাড়ি দেয় তারা। তবে বিমানে ওঠার আগে বাধে বিপত্তি। আবুধাবি থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার সময় জুজির কাছ থেকে বিচ্ছিন্ন হতে হয় আলিয়াকে। ইচ্ছা থাকলেও বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মের প্রতিবন্ধকতায় জুজিকে বিমানে তোলার অনুমতি পায়নি সে।

আলিয়ার কষ্ট বুঝতে পেরে সহমর্মিতার হাত বাড়ান আবুধাবিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জেভিয়ার চ্যাটেল। জুজিকে বাড়িতে নিয়ে যান তিনি। সেখানেই নতুন আশ্রয় খুঁজে পায় ময়না পাখিটি। আস্তে আস্তে ফরাসি শব্দও শিখতে শুরু করেছে সে। জেভিয়ার চ্যাটেল কথা দিয়েছেন, আলিয়া আর জুজিকে আবারও একত্র করতে চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

আলিয়ার উদ্দেশে চ্যাটেল টুইটে বলেন, ‘আলিয়া, দূতাবাসের সবাই মনে করে তোমার পাখিটি সৌভাগ্য বয়ে এনেছে। তবে ও তোমার কাছেই ফিরে যাবে। আমি নিজেই ওকে তোমার কাছে নিয়ে যাব।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ