শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি, আটক চার মন্ত্রী

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের বাড়িতে অভিযান চালানোর পর তাকে ‘গৃহবন্দি’ করেছে একটি সামরিক দল । এর পরপরই রাজনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়ে । তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা । আজ সোমবার ভোরে তাকে গৃহবন্দি করা হয় বলে আল হাদাথ টিভির বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা ।

এর আগে, আবদাল্লা হামদকের মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুদানের সামরিক বাহিনী । দেশটির সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর গত মাসে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয় ।

২০১৯ সালে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয় । এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক রূপান্তরের অংশ হিসেবে দেশটিতে ২০২৩ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিতের কথা রয়েছে ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ