শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাড়ে তিন ঘন্টার তুমুল বৃষ্টিতে নাকাল কুমিল্লা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ভারী বৃষ্টিতে কুমিল্লায় এখন হাটুপানি। নগরে সাড়ে ৩ ঘণ্টায় ১০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে ঘর-বাড়ি, বিভিন্ন স্থাপনা, কারখানা, হাসপাতাল।

রোববার রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এমন পরিস্থিতি সৃষ্টি হয়। আজ সোমবার বিকেল পর্যন্ত অনেক স্থানে জলাবদ্ধতা কাটেনি।

কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃপক্ষের দাবি, উন্নয়নকাজের কারণে পানি নামার বিভিন্ন পথ বন্ধ থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রোববার রাতে কুমিল্লা জেনারেল হাসপাতালের বিভিন্ন কক্ষে পানি ঢুকে যায়। বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায়ও ঢোকে পানি। কুমিল্লা ক্লাব, কুমিল্লা টাউন হল মাঠ পানিতে থই থই করছিল। সোমবার দুপুর ১২টা পর্যন্ত রোগী ও স্বজনদের কুমিল্লা জেনারেল হাসপাতালে পানি মাড়িয়ে হাসপাতালে যেতে দেখা যায়।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, হাসপাতালে পানি ঢুকে একাকার। জলাবদ্ধতার মধ্যে আছেন তারা।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, রোববার রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে। সাড়ে ৩ ঘণ্টায় ১০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সপ্তাহে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

নগরের বিভিন্ন স্থানে উন্নয়নকাজ হচ্ছে বলে জানালেন সিটি মেয়র মো. মনিরুল হক। তিনি বলেন, টমছম ব্রিজ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের চার লেনের কাজ হচ্ছে। ওই এলাকায় খালের পানি নামার পথ রুদ্ধ হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ